নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা ৯’শ ৩৪ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৩৩.৬০ মেট্টিক টন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান গন ও ইউপি সদস্যগন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় ইউপি প্যানেল চেয়ারম্যান গন বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করার লক্ষে আমাদের যা যা করণীয় সব প্রচেষ্টা থাকবে। জাটকা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ভাবেই জেলেদের নদীতে ইলিশসহ অন্য মাছ আহরণ করতে দেওয়া হবে না। জেলেদের সুবিধার জন্য সরকার চাল, ছাগল, সেলাই মেশিন, সুতার জালসহ বিভিন্ন উপকরন দিচ্ছে। এসময় ট্যাগ অফিসার মোঃ হানিফ ১নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান বিল্লাল তপদার, ২নং ওয়ার্ডের মিজান হাওলাদার ৫নং ওয়ার্ডের শাহাদাত হোসেন, ৮ নং ওয়ার্ডের নাদের হোসেন নাদির , ৯নং ওয়ার্ডের মোঃ রিয়াদ হোসেন ৩নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে জেসমিন বেগম প্যানেল চেয়ারম্যান উন্মুল আয়মা ও ইউপি সচিব নূর হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।