মনিরুল ইসলাম মনিরের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত।জাতীয় দলের সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলি বলেছেন, নারায়ণগঞ্জ এমন একটি প্রসিদ্ধ শহর যেখানে একটি খেলার মাঠ নেই। নারায়ণগঞ্জ এমন একটি জেলা এই জেলাকে বলা হতো ফুটবলের ফ্যাক্টরী।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) প্রগতি ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাছে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।সভাপতির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের গৌরব নারায়ণগঞ্জের মানুষের উদাহরণ বাংলাদেশের জাতীয় ফুটবল টিমের অন্যতম একজন খেলোয়াড় সম্রাট হোসেন এমিলি। আজ আমি অনেক আনন্দিত আমার ছোট ভাইকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পেয়ে। নারায়ণগঞ্জকে যারা সারা দেশে এবং বিদেশে পরিচয় ঘটিয়েছে সুনাম সুঃখ্যাতি বয়ে এনেছে তাদের মধ্যে ফুটবল খেলায় অন্যতম এমিলি।
ঢাকার মাঠে যখন খেলতে নামতো পুরো গ্যালারী থেকে এমিলি এমিলি চিৎকার উঠতো। আরও বেশি আনন্দিত যে এমিলি নারায়ণগঞ্জের কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এ খেলা পরিচালনা করেন, লুৎফুর রহমান জিমি, সাব্বির হোসেন, মেহেদী হাসান, মাহমুদুল হাসান শ্রাবন ও সোয়াদ। উক্ত ফাইনাল খেলায় বিজয়ী হন তরুন দল উওর আজিবপুর। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা,অধ্যক্ষ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক প্রমূখ।