মোঃ সোহরাব হোসেনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত
বরগুনার বেতাগীতে বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। বরগুনার বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির ও তার ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়েব কবিরের সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক ও তার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. শাহীন বলেন “ছাত্রদলের সভাপতি শোয়েব কবিরের ওপর আক্রমণ হলে তার সমর্থকরা কলেজে হামলা চালায় এবং ভাঙচুর করে। সংঘর্ষের সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতরদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবু মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের ভাই বলেন অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির ও তার ছেলে শোয়েব লোকজন নিয়ে হামলা চালায় বলে জানান।